আপডেট
স্কুল পরিচিতি
ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত, যোগ্য নাগরিক গড়ার উদ্দেশ্যে ১৯৬৬ সালে বিটিসিএল আইডিয়াল স্কুল (সাবেক টি এন্ড টি উচ্চ বিদ্যালয়) প্রতিষ্ঠিত হয়। বাস্তব, যোগাপযোগী, বিজ্ঞানসম্মত ও গুনগত, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রধানই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। সংস্থা পরিচিতি প্রতিষ্ঠানের নামঃ বিটিসিএল আইডিয়াল স্কুল নামকরণঃ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড এর নাম অনুসারে। প্রতিষ্ঠার তারিখঃ ১৯৬৬ খ্রিস্টাব্দ। অবস্থানঃ মগবাজার, বিটিসিএল অফিসার কলোনীর সাথে। ভবনঃ ৬ তলা ভবন ১টি, ৫ তলা ভবন ১টি, ৩ তলা ভবন ১টি, ২ তলা ভবন ১টি ও সেমি পাকা একটি স্পোর্টস ক্লাব। শিক্ষক সংখ্যাঃ ৫৬ জন। গ্রন্থাগারিকঃ ০২ জন। কর্মচারীঃ ১২ জন। শিক্ষার্থী সংখ্যাঃ ১৮০০ জন ঊর্ধ্বে। শিফটঃ প্রভাতীঃ বালিকা- ০৭ঃ০০ থেকে ১১ঃ৫০ এবং দিবাঃ বালক- ১১ঃ৫৫ থেকে ০৫ঃ৩০ ঘটিকা পর্যন্ত। বিভাগঃ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা। গ্রন্থাগারঃ ২,০০০ এর ঊর্ধ্বে গ্রন্থ সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাকার। গবেষণাগারঃ পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান বিষয়ে সুসজ্জিত গবেষণাগার। কম্পিউটার ল্যাবঃ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব। সততা স্টোরঃ শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ শেখার জন্য শিক্ষা সহায়ক স্টেশনারি সম্বলিত সততা স্টোর। ক্যানটিনঃ শিক্ষার্থীদের প্রয়োজনীয় দ্রব্যাদি ও মানসম্মত খাবারসহ ক্যানটিন। মসজিদঃ ছাত্রদের নামাজের জন্য স্কুল সংলগ্ন অত্যাধুনিক মসজিদ। যেখানে দিবা শাখার মসুলমান ছাত্রদের জোহরের নামাজ মসজিদে জামাতের সহিত পড়ানো হয়। স্পোর্টস ক্লাবঃ শিশু শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক খেলনা সমৃদ্ধ স্পোর্টস ক্লাব। সহশিক্ষা কার্যক্রমঃ সাংস্কৃতিক সপ্তাহ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, নবীনবরণ, অভিভাবক দিবস , বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তাঃ প্রতিষ্ঠানটি চতুর দিকে সীমানা প্রাচীর নির্মিত। প্রতিষ্ঠানটি সিসিটিভির আওতাভুক্ত এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত। প্রত্যেক দিন এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের কে শিক্ষার্থীর উপস্থিতি এবং অনুপস্থিতি জানিয়ে দেয়া হয়। অঙ্গীকারঃ প্রত্যেকটি শিক্ষার্থীর সুশিক্ষাদানে আমরা অঙ্গীকারবদ্ধ। যোগাযোগঃ ফোনঃ +৮৮০ ১৮১৬ ০৫০৯১৭, ইমেইলঃ tandthsm@yahoo.com
নোটিশ বোর্ড
প্রধান শিক্ষকের বাণী ....

বিটিসিএল আইডিয়াল স্কুল বাংলাদেশের শিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা প্রদান করছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের গতির সাথে মানিয়ে নিতে শিক্ষাদান ও শেখার জন্য প্রতিষ্ঠানটি ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করেছে। বিটিসিএল আইডিয়াল স্কুল ২০১০ সালে সরকারী নির্দেশনা পাওয়ার পরপরই তাদের ওয়েবসাইট খুলেছিল। এটি প্রতিষ্ঠান, শিক্ষক এবং প্রশাসনিক তথ্য, ভর্তি এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের সর্বশেষ বিজ্ঞপ্তি এবং সংবাদ দ্বারা সমৃদ্ধ। ওয়েবসাইটটি তার অফিসিয়াল ফেসবুক পেজ, ডিজিটাল কনটেন্ট হাব, ভর্তির আবেদন প্ল্যাটফর্ম এবং এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) এর সাথেও যুক্ত। বিটিসিএল আইডিয়াল স্কুল আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যত নেতা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর যারা ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের পবিত্র উদ্দেশ্যগুলোকে গুণগতভাবে অর্জন করতে সাহায্য করুন